ডেস্ক রিপোর্ট : ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রার্থী পদে মুসলিমদের বঞ্চনা করার অভিযোগ উঠেছে। রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি’র পক্ষ থেকে সিনিয়র আইনজীবী রাম জেটমালানিকে প্রার্থী করায় একই দলের সাবেক সংসদ সদস্য ডা. এজাজ আলী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘রাজ্যসভা আসনের জন্য প্রথম হকদার হল যাদব এবং মুসলিমরা। কিন্তু মুসলিমদের হক থেকে বঞ্চিত করে তা জেটমালানিকে দেয়া হচ্ছে’।
এজাজ আলী বলেন, ‘আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব মনে করেছেন অমিত শাহ যেভাবে ‘ক্লিন চিট’ পেয়েছেন সেভাবে উনিও পশু খাদ্য কেলেঙ্কারিতে ‘ক্লিন চিট’ পেয়ে যাবেন। এ জন্যই লালু মুসলিমদের কুরবানি দিচ্ছেন’।
তিনি আরো বলেন, জেঠমালানি যদি আরজেডি প্রধানকে ক্লিন চিট করাতে পারেন তাহলে মনে হবে মুসলিম এবং দলিতদের কুরবানি কাজে লেগেছে।
দেশের সিনিয়র আইনজীবী, সাবেক কেন্দ্রীয় আইনমন্ত্রী রাম জেঠমালানিকে আরজেডি’র পক্ষ থেকে রাজ্যসভার টিকিট দেয়ার সিদ্ধান্তে দলের মধ্যেই এভাবে বিরোধ বেঁধেছে। জেঠমালানির ছেলে মহেশ জেঠমালানিও বিজেপি নেতা এবং সিনিয়র আইনজীবী। পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু প্রসাদ যাদবের হয়ে মামলা লড়ছেন রাম জেঠমালানি।
বিহারে মহাজোটের পক্ষে আরজেডির ৮০, জেডিইউয়ের ৭১ এবং কংগ্রেসের ২৭ জন বিধায়ক রয়েছে। এমতাবস্থায় সংখ্যাগত দিক দিয়ে ক্ষমতাসীন আরজেডি এবং জেডিইউয়ের পক্ষে দু’টি করে আসন যাওয়া একপ্রকার নিশ্চিত। আইআরআইবি বাংলা