প্রমিলা টেনিসের সাবেক এক নম্বর রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা কিছুদিন আগেই ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েছেন। এরপরই এ রাশিয়ান সুন্দরীর ক্যারিয়ারে নেমে আসে ধস। তিনি সাময়িকভাবে নিষিদ্ধ হন টেনিস থেকে। তবে রাশিয়ান টেনিস দলে রিও অলিম্পিকে চতুর্থ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন তিনি। আশ্চর্য ঘটনাই বটে!
আশ্চর্য হলেও ঘটনা সত্যি। রাশিয়ার মহিলা টেনিস দলের তালিকায় নাম রয়েছে শারাপোভার। গত ১২ মার্চ থেকে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তাকে দলে রেখেছেন রুশ টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট শামিল তারপিচেভ। তিনি বলেন, ‘আমরা মাশাকে নিয়েই রিও অলিম্পিকের দল গড়েছি। আগামী ৬ জুন আমরা দল ঘোষণা করব।’
তারপিচেভ আশা করছেন চলতি ফরাসি ওপেন শেষ হওয়ার আগেই শারাপোভার নির্বাসনের শুনানি শেষ হয়ে যাবে। এ ছাড়া তিনি এটাও ভাবছেন যে, ৬ জুনের মধ্যে শারাপোভার নির্বাসন সম্পর্কিত যাবতীয় বিতর্কের অবসান ঘটবে। সেই সঙ্গে শারাপোভা আন্তর্জাতিক টেনিসে ফেডারেশেনে ফেরার অনুমতিও পাবেন।
২০১২ সালের অলিম্পিকে শারাপোভা সেরেনা উইলিয়ামসের বিপক্ষে হেরে রুপা জিতেছিলেন। জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি। তাই হয়তো তাকে ছাড়া অলিম্পিকে অংশ নিতে ইচ্ছুক নয় তারপিচেভ।
প্রসঙ্গত, গত অস্ট্রেলীয় ওপেনের পর ডোপ পরীক্ষায় ব্যর্থ হন এ রুশ তারকা শারাপোভা। তিনি নিজে সংবাদ সম্মেলন করে জানান এ খবরটি। তিনি নিজেই স্বীকার করেন যে নিষিদ্ধ মেলডোনিয়াম নিতেন। তবে শারাপোভা এটাও জানান, তিনি জানতেন না যে মেলডোনিয়াম নিষিদ্ধ ড্রাগের তালিকায় পড়েছে। এটা তার অনিচ্ছাকৃত ভুল। এর পরে তাকে ব্যাপক সমালোচানার মুখোমুখি হতে হয়। আর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় আন্তর্জাতিক টেনিস থেকে। সূত্র: দ্য রিপোর্ট