ওমর শাহ : মুমিনের প্রতিটি কাজই ইবাদত। তবে শর্ত হচ্ছে প্রতিটি কাজ হতে হবে নেক নিয়তে। পদ্ধতিগত হবে রাসুল সা. এর সুন্নত অনুযায়ী। তাহলেই এর প্রকৃত সওয়াব পাওয়া যাবে। রাসুল সা. বলেন, যে আমার সুন্নতকে ভালবাসলো সে আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সূত্র : তিরমিযি ও মেশকাত। আজ থাকছে খাবার শুরু করা ও খাবার শেষের দোয়া।
খাবার শুরু করার দোয়া
উচ্চারণ : আল্লাহুম্মা বা-রিক্ লানা- ফী-হি ওয়া আত্বইমনা খাইরাম্ মিনহু।
অর্থ : ‘হে আল্লাহ! আমাদেরকে এতে বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্য
দিন’।
খাবার শেষের দোয়া
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমানা ওয়া সাক্বানা ওয়া ঝাআলানা মিনাল মুসলিমিন। (আবু দাউদ, মিশকাত)
অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমান হিসেবে অন্তর্ভূক্ত করলেন।