সিলেটের সকাল ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ট্রলার ডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তারা ভোটের দায়িত্ব পালন শেষে গন্তব্যে ফিরছিলেন।
রবিবার ভোর ৫টার দিকে ঘোড়াউত্রা নদীর মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মিঠামইন থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এই পাঁচ আনসার সদস্য হলেন- মোমেনা, সাবিনা, বিউটি, হাসিনা ও আম্বিয়া। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তাদের সবাই নিকলী উপজেলা আনসার ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। বাড়ি নিকলীর বিভিন্ন গ্রামে।
শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালনকারী আনসার সদস্যসহ প্রায় ১০০ যাত্রী নিয়ে নৌকাটি মিঠামইন থেকে নিকলী যাচ্ছিল বলে জানা গেছে। ঘাট ছাড়ার পরপরই অতিরিক্তি যাত্রীর ভারে নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন আনসার ডুবে যান। পরে ঘটনাস্থল থেকে চার লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালের দিকে আরো একজনের লাশ পাওয়া যায়।