সাজ্জাদুল হক : বিচারক সংকটে চুয়াডাঙ্গার আদালতে বেড়েই চলছে মামলার জট। ২৪ হাজারের বেশি মামলা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে সাত জন বিচারককে। সংকটের কারণে দুর্ভোগ ও খরচ বাড়ছে বিচারপ্রার্থীদের।
চুয়াডাঙ্গার দামুড়হুদার সহকারী জজ আদালতে বিচারক নেই ১৭ বছর। আইনজীবীরা জানান, জেলা ও দায়রা জজের নয়টি আদালতের মধ্যে বিচারক আছেন পাঁচটিতে। আর মুখ্য বিচারকি হাকিমের পাঁচ আদালতে বিচারক আছেন মাত্র দুজন। নারী ও শিশু নির্যাতন দমনের তিন আদালতের একটিতেও নেই বিচারক। এতে ব্যহত হচ্ছে বিচার কার্যক্রম।
চুয়াডাঙ্গার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম শাহজাহান মুকুল জানান, জেলায় ১৪ জন বিচারকের পদ থাকলেও কাজ করছেন মাত্র সাত জন। অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে বেশিরভাগ বিচারককে। সংকটের কারণে আদালতে এসে মামলার পরের তারিখ নিয়ে বাড়ি ফিরছেন বিচারপ্রার্থীরা।
দ্রুত বিচারক সংকট কাটিয়ে ওঠা না গেলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এই জেলার বাসিন্দারা এমনটাই মনে করেন রাষ্ট্রপক্ষের এক আইনজীবী। ইনডিপেন্ডেন্ট টিভি