মোহাম্মদপুরে নির্যাতনে গৃহকর্মী হাসিনা খাতুনের (১২) মৃত্যুর ঘটনায় পলাতক সেই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে মোহাম্মদপুর থানা পুলিশ গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে।
তারা হলেন- গৃহকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী রিজিয়া বেগম লিজা।
গত ২০ মে বিকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গৃহকর্মী হাসিনাকে ভর্তি করানো হয়। ওইদিন রাতেই চিকিৎসাধীন ওই গৃহকর্মীর মৃত্যু হয়।
গৃহকর্মী হাসিনার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা, পোড়া ও আঘাতের চিহৃ ছিল।
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, গৃহকর্তা শরিফুল নিজেই ওই গৃহকর্মীকে ঢামেকে নিয়ে আসেন। পরে তিনি গোপনে হাসপাতাল ত্যাগ করেন।
এরপরই মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসায় তালা ঝুলিয়ে পালিয়ে যান শরিফুল ও তার স্ত্রী।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মা সালমা আক্তারের দায়ের করা মামলায় শরিফুল দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
আজ তাদের আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।