কিরণ সেখ: অবৈধ সরকারকে ঠিকে রাখতেই ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক করেছে বলে মন্তব্য করেছে বিএনপি।
রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়নি, এটা বিশ্বাসযোগ্য নয় দাবি করেছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘বলাটা মুশকিল তবে আভাস পাওয়া যায় সরকারকে টিকে রাখার জন্য সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে।
তিনি বলেন, জয়ের উদ্দেশ্য কি ছিলো ? উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত্র মন নিয়ে গেছেন। কিন্তু মেন্দি সাফাদি বলেছেন, জয় দেশের জন্য সহযোগীতা চেয়েছেন।