অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : পাকিস্তানের পরমানু বৈজ্ঞানিক আব্দুল কাদির খান বলেছেন ভারতের রাজধানী দিল্লিকে ৫ মিনিটে উড়িয়ে দেবার ক্ষমতা রাখে পাকিস্তান। আব্দুল কাদিরের বক্তব্য রাওয়ালপিন্ডির কাহুটা থেকে মিসাইলের মাধ্যমে এই বিধ্বংসী কাজ করা যেতে পারে।
তিনি বলেন ১৯৮৪ সালেই পাকিস্তান পরমানু সম্পন্ন দেশ হয়ে যেতে পারত। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউল হক এরকম করতে বারন করেন। জিয়া উল হকের ভয় ছিল যদি পাকিস্তান পরমানু পরীক্ষা করে তাহলে দেশের সৈন্য দলকে অনেক প্রতিবন্ধকতার সামনে পড়তে হবে। আফগানিস্তানের থেকে যে সাহায্য পাওয়া যায় সেটাও বন্ধ হয়ে যাবার আশঙ্কা ছিল।
২০০৪ সালে খানকে বদনাম হতে হয়েছিল। যখন তিনি বলেছিলেন যে তিনি পরমানু প্রসারে সামিল আছেন। এই বয়ানের পরে তাঁকে নজর বন্দি করে রাখা হয়েছিল। তিনি বলেছিলেন সেই সময় যে পাকিস্তান সরকারের এই ব্যবহারে তিনি দুঃখ পেয়েছিলেন। তার সাহায্য ছাড়া পাকিস্তান কোনোদিন পরমানু বিকাশ করতে পারত না।