সিলেটের সকাল রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি এবং পুলিশের যে সকল সদস্য দেশ রক্ষার কাজের নিয়োজিত থেকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে, আত্মত্যাগ এবং সাহসিকতার সাথে সফল ভাবে কর্তব্য পালন করে যাচ্ছেন এবং কর্তব্য পালনকালে মৃত্যুবরণ করেছেন সে সকল সদস্যদের প্রতি সম্মান রেখে এবং তাদের স্মরণে প্রতি বছর আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ রোববার ১৭ পদাতিক ডিভিশন এর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট অঞ্চলেও আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস ২০১৬ উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে ডিভিশনের তত্ত্বাবধানে র্যালী আয়োজন করা হয়। র্যালীটি সকালে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, সিলেট হতে শুরু হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সিলেট এসে সমাপ্তি হয়। র্যালীতে অংশগ্রহণ করেন মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, পিএসসি, জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া র্যালীতে ডিসি, এসপি, ইউএন অর্গানাইজেশনের প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।