ইয়াসমিন আক্তার : গবেষণা, শিক্ষা এবং ঐতিহ্যের এক প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। পড়াশোনার মান, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কলেজটিকে পৌঁছে দিয়েছে সফলতার শীর্ষে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা মনে করেন সবার আন্তরিকতা ও প্রচেষ্টায় প্রত্যেকটি কলেজ হতে পারে শিক্ষা অর্জনের এক একটি প্লাটফর্ম।
১৮৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও গবেষণায় অবদান রেখে আসছে রাজশাহী কলেজ। সফলতার ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয় যে র্যাকিং প্রকাশ করেছে সেখানেও প্রথম স্থান অর্জন করেছ এই প্রতিষ্ঠানটি। তাছাড়া আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগি শিক্ষার্জনের পরিবেশ এমন সম্মান বয়ে এনেছে বলে মনে করেন কলেজের অধ্যক্ষরা।
কলেজের শিক্ষার্থীদেরকে যুগোপযোগি শিক্ষা, শিক্ষার উপযুক্ত মান, বিশ্বক্ষেত্রে যেন অবদান রাখতে পারে সেই প্রয়াসে আমরা কাজ চালিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। শুধু সিলেবাস ভিত্তিক পড়াশোনাই নয় শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রেই দেয়া হয় সমান গুরুত্ব। শিক্ষকরা মনে করেন ছাত্র-শিক্ষকের সৌহার্দমূলক সম্পর্ক ও পড়াশোনার পরিবেশই এর মূল কারণ। ছাত্ররা যে কোন সমস্যার কথা শিক্ষকদের সাথে খুব সহজে আলোচনা করতে পারে বলে মন্তব্য করেন ড. সাম্যসাথী ভৌমিক। সূত্র : যমুনা টিভি