সাজ্জাদুল হক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নয় শিশুকে আটকে রেখে নির্যাতন করে, অভুক্ত অবস্থায় আদালতে হাজির করাসহ পরবর্তী সময়ে কারাগারে পাঠানোর ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠন ‘চিলড্রেন চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল হালিম লিগ্যাল নোটিশ পাঠান।
রোববার ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। আগামী তিন দিনের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) উপকমিশনার (ডিসি), মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী উচ্চ আদালতে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নোটিশ পাঠানো আবদুল হালিম সাংবাদিকদের বলেন, নয়জন শিশুকে আটক করার পর মোহাম্মদপুর থানায় অভুক্ত রাখা হয়। এ ছাড়া তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরবর্তী সময়ে অভুক্ত অবস্থায় তাদের আদালতে উপস্থাপন করা হয়। সেখান থেকেই তাদের কারাগারে পাঠানো হয়। এতে করে ঐ শিশুরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আইন অনুযায়ী তাদের যে অধিকার পাওয়ার কথা ছিল, সেটির লঙ্ঘন হয়েছে।
গত ২৭ মে ‘ওরা ক্ষুধার্ত, ওরা নির্যাতিত’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আবদুল হালিম লিগ্যাল নোটিশটি পাঠান। এনটিভি