নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীর বাজারে শনিবার নির্বাচন শেষে রাত সাড়ে ৮টার সময় বিজিবির সাথে জনতার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে লাঠিচার্জসহ বিজিবি গুলি ছোড়ে। সংঘর্ষে ৪জন আহত হন। গুরুতর আহত বিএনপি (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী আশিক মিয়ার ভাতিজা আবু বকর(৩৬) নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।