ইসহাক আসিফ: দীর্ঘদিন পর ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি। তবে দলটির নেতারা বলছেন, মহানগরের চূড়ান্ত কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। শিগগরিই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন দক্ষিণ সমন্বয়ক আব্দুর রাজ্জাক এবং উত্তরের কর্নেল (অব.) ফারুক খান। প্রধানমন্ত্রীর কাছে তারা খসড়া পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা করেছেন। এখন চূড়ান্ত কমিটি নিয়ে আবার বৈঠক করার কথা রয়েছে।
চলতি জাপান সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের কথা রয়েছে। এ সফর শেষ হওয়ার পরই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন দুই সমন্বয়ক।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এক সহসভাপতি বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। দলীয় পদে রাখলেও আওয়ামী লীগ করব, না রাখলেও করব। তারপরও চাই দল যেন ত্যাগীদের মূল্যায়ন করে।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান ও দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে কমিটি ঘোষণা করা হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সমন্বয়ক ও কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াটি ফাইনাল স্টেজে আছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই কমিটি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তরের সমন্বয়ক কর্নেল (অব.) ফারুক খান বলেন, আমরা পূর্ণাঙ্গ কমিটির একটি কাঠামো দাঁড় করেছি। প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে এলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।