নাসিমুজ্জামান সুমন : জনবল সংকটের কারণে ব্যহত হচ্ছে ৫শ’ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। হাসপাতাল চালুর ৩ বছর পরেও শুরু হয়নি আইসিইউ কার্যক্রম। এমনকি কিডনী রোগের চিকিৎসার জন্যেও চালু করা যায়নি ডায়ালাসিস।
২০১৩ সলে রাজধানীর বুকে প্রায় ৯ দশমিক ৫ একর জমির ওপর গড়ে তোলা হয় দৃষ্টি নন্দন হাসপাতালটি। যাতে ব্যয় হয় ১১০ কোটি টাকা। শুরুতেই রোগি কম থাকলেও ক্রমেই বাড়ছে রোগির সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩২ হাজার রোগি। তবে হাসপাতালটির সেবার মান নিয়ে রোগিদের রয়েছে বিস্তর অভিযোগ।
অন্য হাসপাতালে সিট পাওয়া যেখানে ভাগ্যের ব্যাপার সেখন এই হাসপাতালের বেশিরভাগ শয্যাই খালি পড়ে থাকে। অধুনিক ল্যাব ও যন্ত্রপাতি থাকার পরও চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে সেবা, চালু করা যাচ্ছেনা আইসিইউ। যার ফলে সম্ভব হচ্ছেনা জটিল অস্ত্রপচার। মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক আজিজুন নাহার বলেন, ‘মেডিকেল অফিসার ছাড়া আইসিইউ চালু করা সম্ভব নয়। আইসিইউ বিভাগে ডাক্তারকে ২৪ ঘন্টা উপস্থিত থাকতে হয়। আইসিইউ বিভাগ চালু করতে হলে ৩ সিফটের ডাক্তার প্রয়োজন। কারণ, সাধারণ রোগির ক্ষেত্রেও যখন তখন আইসিইউ প্রয়োজন হতে পারে।’
হাসপাতাল কতৃপক্ষের তথ্যমতে ২ হাজার ১১টি পদের চাহিদা থাকলেও বর্তমানে আছে মাত্র ৬৫০ জন। যার মধ্যে ১৫৭ জন চিকিৎসক, মেডিকেল অফিসার ২৯ জন এবং নার্স ২০০ জন থাকার কথা থাকলেও সম্প্রতি ৫০ জনকে অন্যত্র সরিয়ে নিয়েছেন জন প্রশাসন মন্ত্রণালয়। এছাড়া রোগি আনা নেওয়ার কাজ চলছে মাত্র একটি এ্যাম্বুলেন্স ও একজন চালক দিয়ে।
এই তথ্যের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী দ্রুতই সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, ‘এখানে ডাক্তারের সংকটসহ দীর্ঘ দিন ধরে জনবল সংকট রয়েছে এবং আমরা পদগুলো পূরণ করতে পারছিনা। দ্রুতই সমস্যার সমাধান করব। মেডিকেল অফিসার দিয়ে হলেও আইসিইউ চালু করতে যাচ্ছি।’
এই হাসপাতালে চিকিৎসা নেয়া রোগিরা হাসপাতালটিতে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা চালু রাখার জন্য সরকারের পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে।
সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর।