ইয়াসিন রানা : প্রচলিত শিক্ষাব্যবস্থায় আমাদের উন্নতি সম্ভব নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের উন্নয়নের জন্য দরকার বিশ্বমানের শিক্ষা। আর বিশ্বমানের শিক্ষাব্যবস্থা তৈরীর জন্য অনেক অর্থ। আমি অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি আগামী বাজেটে বর্তমান বাজেটের চেয়ে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার দুপুরে রাজধানীর গুলশানে ‘ব্রাক সেন্টার ইন’ এ ডিবেট ফর ডেমোক্রেসি এবং ব্র্যাক আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে শিক্ষায় বিনিয়োগ: প্রসঙ্গ প্রাক বাজেট ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াদা করেছিলেন দেশের মোট জিডিপি’র ৪ শতাংশ ব্যয় করা হবে। আমরাও এখন শিক্ষাখাতে ব্যায়ের জন্য জিডিপি’র ৪ শতাংশ ব্যয়ের দাবি তুলছি।
শিক্ষামন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ছেলে-মেয়েদের আমরা ঘর থেকে বের করে স্কুলে নিয়ে এসেছি, এদের এখন ক্লাসরুম, চেয়ার-টেবিলসহ অনেক শিক্ষা উপকরণ দরকার, এখন আপনি যা করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার ব্যাপারে উদার, তাই যা কিছু লাগবে তা সরকারের পক্ষ থেকে ব্যয়ের আশ্বাস দিয়েছেন।
তিনি আরো বলেন, আমরা শিক্ষাব্যবস্থায় অনেক পরিবর্তন, জাতীয় শিক্ষানীতি, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছি। তথ্য-প্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করে শিক্ষক নিয়োগ দিয়েছি যাতে অনেক টাকা ব্যয় হয়েছে। এছাড়া আমরা অনেক নতুন শিক্ষা-প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছি, ভবন নির্মাণ করছি। অর্থমন্ত্রীর আমাদের বিষয়ে ভঅল ধঅরণা রাখেন তাই তিনি বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন।
শিক্ষায় অগ্রগতির কথা ঊল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আগামী বছর সাড়ে ৩৫ কোটি বই বিনামূল্যে দেয়া হবে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির বই সরবরাহ করা হবে। এছাড়া অটিস্টিক ছাত্র-ছাত্রীদের জন্য পূর্বাচলে ইন্সটিটিউট করার জন্য জমি নেয়া হয়েছে এর কাজ দ্রুত শুরু করা হবে।
বিদেশে আমাদের দেশের মানুষ নিম্নমানের কাজ করে ঊল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাক্ষেত্রে যদি উন্নত হতে পারি তাহলে আমাদের শিক্ষা, দক্ষতা, যোগ্যতাই বলে দিবে আমরা কোন স্তরে কাজ করবো।
প্রচলিত শিক্ষাব্যবস্থায় ত্রুটি আছে স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা অর্থনৈতিকভাবে অনুন্নত কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও শিক্ষাখাতে আমরা উন্নতি করেছি, আমাদের মেধার প্রমাণ দিয়েছি তা বিশ্বের অন্যান্য দেশ স্বীকার করে। তবে আমাদের শিক্ষাব্যবস্থার আরো অনেক সংস্কার এবং উন্নত করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের মেধার পাশাপাশি দেশপ্রেমিক, নৈতিকতা এবং মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। তা না হলে শিক্ষিত, মেধাবী হয়ে দেশ ধ্বংস করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্র্যাক এর নির্বাতি পরিচালক ঢা. মোহাম্মাদ মূসা, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, নটরডেম ইউনিভার্সিটির ভিসি ফাদার বেনজামিন কস্তা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইরিন জাহান।