অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : ধর্ষনে বাঁধা দেওয়াতে এক মহিলাকে গলা কেটে খুনের চেষ্টা করল দুষ্কৃতি। এমনকি এই ঘটনার একমাত্র সাক্ষী ১১ বছরের একটি শিশুকেও ধারাল অস্ত্র দিয়ে হাত কেটে আহত করে দিয়েছে। তাকেও মেরে ঢেলার উদ্দেশ্যই ছিল দুষ্কৃতিদের। ঘটনাটি ঘটেছে কুচবিহারের কোচবিহারের পুন্দিবাড়ি এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি মহিলাটির স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। বহুদিন ধর্ইে ওই যুবক উত্যক্ত করত মহিলাটিকে। গতরাতে সুযোগ বুঝে ধর্ষণের চেষ্টা করে। মহিলা চিৎকার করায় গলাতে ধারাল ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মহিলাকে এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়। জখম কিশোরকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূল অভিযুক্ত লতিফ মিঞাঁকে গ্রেফতার করেছে পুলিস।