অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : অনলাইন সপিংয়ের মত এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশনও (আইআরসিটিসি) গ্রাহক বাড়ানোর জন্য অনলাইন টিকিট বুকিংয়ের সময় যাত্রীরা খাবার অর্ডার করলে সেই খাবারের দামের উপর ৫০ শতাংশ ক্যাশব্যাক অফার দিচ্ছে।
যেমন অনেক কোম্পানি গ্রাহক টানার জন্য অনলাইন শপিংয়ে বিভিন্ন ধরেনের ছাড়ের অফার দেয়, এবং সেরকম গ্রাহকও এই ছাড়ের জন্য এই জিনিসের প্রতি আগ্রহী হন সেরকমই্ রেলওয়েও নিজেদের ক্যাটারিং সার্ভিস জনপ্রিয় করার জন্য এই ছাড় দিচ্ছে।
অনলাইন বুকিংয়ের সময় যদি কোনো যাত্রী খাবারের অর্ডার করেন তাহলে তিনিই শুধু এই সুবিধা পাবেন বলে জানা গেছে। এর জন্য রেলওয়ে পাটনার ৭ টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। যে যাত্রীদের খাবার খাওয়ার জন্য এগে ৪০০ টাকা দিতে হত সেই যাত্রীদের এখনও ৪০০ টাকাই দিতে হবে। কিন্তু ৫০ শতাংশ ক্যাশব্যাকের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০ টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে এর জন্য যাত্রীদের কম করে ৩০০ টাকার খাবারের অর্ডার দিতে হবে। অনলাইন শপিংয়ে যেমন অর্ডার দিওয়া জিনিস ট্র্যাক করা যায় সেভাবেই ট্রেনের যাত্রীরা যেতে যেতে নিজের ফোনে অ্যাপের মাধ্যমে খাবার কোথায় আছে তা ট্র্যাক করে দেখতে পারবে।