অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : কলকাতায় প্রথম সেমি হাইস্পিড ট্যাল্গো ট্রেনের আজ বেরিলি থেকে মুরাদাবাদ পর্যন্ত ট্রায়াল হচ্ছে। ট্রেনটি বেরিলি শহর থেকে মুরাদাবাদ পর্যন্ত ৯০ কিলোমাটার পথ অতিক্রম করবে।
ট্রায়াল রানে ট্রেনের গতিবেগ ঘন্টায় ১১৫ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে। গতকাল বেরিলি থেকে এর ট্রায়াল করা হয়েছিল ৫০ কিলোমিটার পর্যন্ত। আজ এর আসল ট্রায়াল মুরাদাবাদ পর্যন্ত করা হচ্ছে। ৯ কোচের এই ট্রেনের ট্রায়াল এখন ভারতীয় ইঞ্জিন দিয়ে করা হচ্ছে। ৯টি কোচের মধ্যে একটি পাওয়ার কার আছে একটি ডাইনিং কার আছে। আর বাকিগুলি সওয়ার কার। এই ট্যাল্গো ট্রেনগুলি ভারতীয় ট্রেনের থেকে অনেকটাই কম ভারি হয়। এই ট্রেনের একটি কোচের ওজন ২০ টন। এবং ভারতীয় ট্রেনের কোচের ওজন হয় ৪০ টন। আজ ট্রেনের বগির সিটে ৫০ কেজি করে সিমেন্টের বস্তা রেখে এই ট্রেন চালানো হবে।