রিকু আমির : সব সময় ডাকবেন কেন প্রশ্ন রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম কৌতুক করে বলেছেন, আমি তো এখানে এসেছি ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিকের ভয়ে। ব্রিগেডিয়ার বলে কথা। ভয়ের ব্যাপার।
রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তার পাশেই বসা ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, হৃদরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার আবদুল মালিক। অনুষ্ঠানে তামাক ও ধূমপান বিরোধী রিপোর্টিং এর জন্য আটজন গণমাধ্যমকর্মীকে পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠান আয়োজকদের উদ্দেশে মন্ত্রী কৌতুক করে বলেন, আমাকে নিয়ে কেন আপনারা টানাটানি করেন? আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী- সবাইকে ডাকবেন। পরে যদি তাদের না আনেন আমি কিন্তু আসব না। তামাকমুক্ত বাংলাদেশ গড়তে এসব মন্ত্রীর সহযোগিতাও লাগবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলেই তামাকমুক্ত বাংলাদেশ গড়া যাবে।