কায়কোবাদ মিলন : ভারতের মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবারে ইন্ডিয়া গেটে আয়োজিত অনুষ্ঠানে একদল ছাত্রী অভিনেতা অমিতাভ বচ্চনকে রীতিমত ধাঁধায় ফেলেছিল। সপ্তম শেণীর এক ছাত্রী তাকে প্রশ্ন করে, আপনি বিগ বি হলেন কি করে? অমিতাভ বলেন, কে বলল আমি বিগ বি? আমার দিকে তাকিয়ে দেখ আমি তোমার চেয়ে ছোট। সূত্র: এনডিটিভি
ইতিমধ্যে অমিতাভ হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে পড়েন। অমিতাভের কান্ড দেখে মেয়েটির সহপাঠিরা হেসে লুটোপুটি খেতে থাকে। অমিতাভ বলেন, বিগ বি আসলে একটি নাম। মিডিয়া আমাকে দিয়েছে। কেউই বড় নয়।
বিজেপি আয়োজিত এদিনের অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন অমিতাভ। অনুষ্ঠানের শিরোনাম ছিল “বেটি বাঁচাও বেটি পড়াহো”। আলোচনার এক পর্যায়ে ছাত্রীদের লেখা দুটি কবিতা আবৃতি করেন অমিতাভ।
অমিতাভ বলেন,এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল , ছেলে মেয়েদের মধ্যে যে কোন তফাৎ নেই সেই বার্তাটি দেয়া। উল্লেখ্য, বিজেপির পাঁচদিনের অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও শিল্পীরা অংশ নেবেন এবং সরকারের গুণ কীর্তনের জন্য তাদের আনা হচ্ছে।