মামুন খান : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে দারুস সালাম থানার নাশকতার দুই মামলায় দুইটি চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রোববার রাতে ঢাকা সিএমএম আদালতে ওই চার্জশিট দুটি দাখিল হয়। ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক চার্জশিটটি সনাক্ত করে পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন।
এ নিয়ে গত ২০ দিনে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে একই থানার ৫টি মামলায় চার্জশিট দাখিল হলো।
চার্জশিটে খালেদা জিয়া ছাড়া মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, মামুন হাসান, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ। আসামীদের মধ্যে শুধু আমানউলাহ আমান জামিনে আছেন।
চার্জশিট দাখিলকৃত মামলার মধ্যে দারুস সলাম থানার ৪(৩)১৫ নম্বর মামলার নথি সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩মার্চ রাজধানীর দারুস সালাম থানা এলাকার গাবতলী বাস টার্মিনালের পূর্ব দক্ষিন কোনে বাইপাস সড়কের পাশের গ্রেট ওয়ালের মাঠের মধ্যে ঢাকা মেট্রো-জ-১১-২৮৬৯ নম্বরের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতিকারীরা। এসময় উপস্থিত লোক জন জানায়, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে হরতাল অবরোধ কর্মসুচি চলাকালে পার্কিং করা বাসে ড্রাইভার ও হেলপারদের হত্যার উদ্দেশ্যে অনান্য আসামিরা পাস্পর যোগসাজসে দেশকে অস্থিতিশিল করিয়া বৈধ সরকারকে উৎখাত করার জন্য অগ্নিসংযোগ কারিয়াছে। এঘটনায় দারুস সালাম থানার এস আই মো. শাহ আলম বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
চার্জশিট দাখিলকৃত দারুস সলাম থানার ১২(২)১৫ নম্বর মামলার নথি সুত্রে জানাগেছে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি দারুস সালাম থানা এলাকার ২৫৯ বাগানবাড়ী এস এ খালেক এর মাঠের ভিতর আলিফ এন্টারপ্রাইজ পরিবহনের গ্যারেজের সামনে ঢাকা মেট্রো-ব-১৪-৮০৬৪ নম্বর গাড়িতে আগুন দেয় দুস্কৃককারীরা। এসময় উপস্থিত লোক জন জানায়, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে অবরোধ ও হরতাল কর্মসুচি পালন করতে অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে পেট্রোল ঢালিয়া অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দারুস সালাম থানার এস আই মো. মোজাফফর হোসেন বাদী হয়ে মামলা করে। পরে ঘটনার তদন্ত করে খালেদা জিয়াকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।