Pakistani (L) and Indian flags stand on a table during an Indian-Pakistan meeting on the Sir Creek region in New Delhi on June 18, 2012. Pakistan and India started two-day talks in New Delhi to resolve their maritime boundary dispute in the Sir Creek region. Sir Creek, which opens up into the Arabian Sea dividing the Kutch region of the Indian state of Gujarat with the Sindh province of Pakistan, is a 96-km strip of water that is disputed between India and Pakistan. AFP PHOTO / Prakash SINGH
সজল সরকার : ভারতে সন্ত্রাসী হামলার বিষয়ে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টনার এক বিবৃতিতে বলেন, ‘আমরা পাকিস্তানকে প্রতিনিয়তিই আহ্বান জানিয়ে আসছি যেন তারা ভারতের মুম্বাই হামলার তদন্তে সহযোগিতা দেয় এবং পাকিস্তানের ভূখন্ডে কোন সন্ত্রাসী দলের আশ্রয় না দেয়।’
২০০৮ সালের নভেম্বর মাসের ২৬ তারিখ ভারতের মুম্বাই শহরে একটি হোটেলে হামলা চালায় পাকিস্তানী সন্ত্রাসীরা। সেই হামলাকে ভয়ংকর ট্রাজেডি উল্লেখ করে টনার বলেন, ‘আমরা ন্যায় বিচার দেখতে চাই এবং এজন্য পাকিস্তানকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’
মার্কিন কর্তৃপক্ষ পাকিস্তানকে আফগান শান্তির জন্য হুমকি তালেবানকে তাদের দেশে আশ্রয় না দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে কঠর হাতে দমনের বিষয়ে তাগাদা দিয়ে যাচ্ছে। এসব সন্ত্রাসী দলকে নির্মূল না করলে তারা পাকিস্তানেই একের পর এক সন্ত্রাসী হামলা চালাবে বলে সতর্ক করেন মার্ক টনার। পাকিস্তানের পেশওয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা তা-ই প্রমান করে বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই সন্ত্রাসী আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে এবং সম্প্রতি সামরিক খাতে বরাদ্দ বন্ধ করেছে সন্ত্রাসী না ঠেকানোর জন্য। এদিকে নিজের দেশে সন্ত্রাসী মোকাবেলা করতে পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার নানা ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া