কিরণ সেখ: দেশে গণতন্ত্র ফিরে আনতে নতুন প্লাটফর্ম তৈরি করার জন্য বিএনপি চেয়ারপারসনকে পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে বিকাল ৪ টা ২০ মিনিটে বেগম জিয়া আলোচনা সভায় উপস্থিত হন। তবে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকলেও দর্শক সারিতে বসে আলোচকদের বক্তব্যে শুনেন।
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানবীর উত্তম-এর ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে কোন গণতন্ত্র নেই। তাই বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে। তবে বাংলাদেশে বর্তমান ভুল রাজনীতি চলেছে। তাই বিএনপির একার পক্ষে সম্ভব নয়। ফলে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, পেশাজীবী, সমাজসেবক, আইনজীবী, বুদ্ধিজীবী এবং ছাত্র-ছাত্রী নিয়ে নতুন একটি প্লাটফর্ম তৈরী করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির বর্তমান ক্রান্তিকাল ও দু:সময় যাচ্ছে। তবে এই দু:সময় বেশী দিন থাকবে না।
বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয় বলে ক্ষমতাসীনরা অনেক মিথ্যাচার করছে। কিন্তু এতে কোন লাভ নেই। কারণ তারাও স্বীকার করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এরপরও মিথ্যাচার করছে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আজ উগ্রবাদ ও জঙ্গিবাদ জাতীয় ইস্যুতে পরিণত হতে যাচ্ছে। আমরা উগ্রবাদ ও জঙ্গিবাদে বিশ্বাস করি না। তাই বিএনপি এই সকল বিষয়ে সরকারকে সহযোগিতা করতে সব সময় প্রস্তুত রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ বক্তব্যে রাখেন।