আবু সাইদ: ভেনিজুয়েলার রাজনৈতিক অচলাবস্থা নিয়ে দেশটির সরকার ও বিরোধী উভয়পক্ষ মধ্যস্থতাকারীদের সঙ্গে ডোমেনিকান রিপাবলিকে বৈঠক করেছে। কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনস,ইউএনএএসইউআর-এর পৃষ্টপোষকতায় ভেনিজুয়েলার দ’ুপক্ষের প্রতিনিধিদল স্পেনের সাবেক প্রধানমন্ত্রী জোস লুইস রড্রিগুয়েজ জাপেতারো, সাবেক ডোমেনিকান প্রেসিডেন্ট লিওনেল ফার্নান্দেজ ও পানামার সাবেক প্রেসিডেন্ট মার্টিন টরিজসের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন বলে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়। এতে আরো বলা হয়, জাতীয় সংলাপের জন্যে একটি পরিস্থিতি তৈরিই ছিল এ বৈঠকের লক্ষ্য। এদিকে মধ্যস্থতাকারীরা উভয়পক্ষের মধ্যেই সংলাপে বসার আগ্রহ দেখেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উদ্যোগে বৈঠকটি হয়েছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রড্রিগুয়েজ এক টুইট বার্তায় বলেন, শান্তি, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক সংহতির জন্যে এ প্রচেষ্টা নেয়া হয়েছে।
এদিকে, বিরোধী ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ডটেবিল(এমইউডি) এক বিবৃতিতে বলেছে, তাদের বৈঠকে বসার উদ্দেশ্য গণভোট, রাজনৈতিক বন্দীদের মুক্তি, নির্বাসিতদের দেশে ফিরিয়ে আনা এবং রাজনৈতিক নিগ্রহের অবসান ঘটানো।
সাবেক এ তিন নেতা দুসপ্তাহ আগে কারাকাসে মাদুরো ও বিরোধীপক্ষের সঙ্গেও বৈঠক করেন।
বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে ভেনিজুয়েলায়। কিন্তু বিশ্ববাজারে তেলের মূল্য কমে যাওয়ায় দেশটিকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়। দেশটির জনগণকে মারাত্মক খাদ্য ও ওষুধ সংকট মোকাবেলা করতে হচ্ছে। এ পরিস্থিতির জন্যে বিরোধীপক্ষ দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে দায়ী করছে। তথ্যসূত্র: প্রেস টিভি,বাসস