জগন্নাথপুর সংবাদদাতা : কাকতালীয় হলেও সত্যি জগন্নাথপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচিত সকল চেয়ারম্যানই যুক্তরাজ্য প্রবাসী।
কলকলিয়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাসিম, পাটলি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মো.আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া কামালী, আশারাকান্দি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী শাহ আবু ইমানী ও পাইলগাঁও ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী হাজী মখলুছ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের হারিয়ে বিজয়ী হন তাঁরা।