সিলেটর সকাল : সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া), এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় বাজেট সভায় সভাপতিত্ব করেন ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আশফাক আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদের যে, বাজেট প্রণয়ন করা হয় সে বাজেট যথাযথভাবে বাস্তবায়নের জন্য এলাকার জনগণকে এগিয়ে আসতে হবে। কেননা জনগণ যদি তাদের ট্যাক্স যথাযথভাবে প্রদান করে তাহলে ইউনিয়ন পরিষদ উন্নয়নমূলক কাজ গ্রহণ করার সাথে সাথে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রায় দেড়শ বছরের পুরনো আমাদের ইউনিয়ন পরিষদ সে অনুযায়ী তার সক্ষমতা বৃদ্ধি পায়নি অথচ পৌরসভা ও সিটি কর্পোরেশনের বয়স কম হলেও তাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এর অন্যতম কারন হিসেবে তিনি উল্লেখ করেন ইউনিয় পরিষদ ট্যাক্স এর টাকা আদায় করতে চায়না কেননা তারা মনে করে ট্যাক্স আদায় করলে পরবর্তী নির্বাচনে তারা আর জয়ী হতে পারবে না। তিনি আরো বলেন, আমাদের ট্যাক্স আদায়ের বিষয় জনগণকে উৎসাহীত করতে হবে তবেই ইউনিয়ন পরিষদ শক্তিশালী হবে এবং বাজেটের আকার বৃদ্ধি পাবে যা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চেয়ারম্যান শহিদ আহমদ তার বক্তব্যে উল্লেখ করনে ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজাম উদ্দিন চেয়ারম্যান অনেক পদক্ষেপ গ্রহণ করছেন এর মধ্যে অন্যতম হল তথ্য প্রযুক্তির শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদকে সক্ষম করতে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে বরাদ্দ রাখা হবে।
৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করতে গিয়ে নিজাম উদ্দিন বলেন, ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা যা ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ৫৬ লাখ ৩২ হাজার ৯০০ টাকা বেশি। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৫ লাখ টাকা, কৃষি প্রকল্প, সেচ বাঁধ ও বৃক্ষরোপনের খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়নিষ্কাশন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ টাকা, নারী উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় মুক্ত আলোচনায় প্রতিবন্ধীদের উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন, ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সম্বার্ধনা অনুষ্ঠান সহ দাবি উত্থাপন করা হলে এসকল বিষয় বিবেচনার কথা বলা হয়। উক্ত বাজেট সভায় আরো বক্তব্য তোফায়েল আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, জাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবদুলাল দাস প্রমুখ।