আমির পারভেজ : অস্ট্রেলিয়ার ডেইনট্রি ন্যাশনাল পার্কে কুমিরের হামলায় এক নারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উত্তর কুইন্সল্যান্ড রাজ্যের কেয়ার্নস শহরের নিকটবর্তী থর্নটন সৈকতে সাঁতার কাটার সময় ৪৬ বছর বয়সী ওই নারী কুমিরের হামলার শিকার হন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হামলার সময় তিনি কোমর সমান পানিতে ছিলেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট কর্পোরেশন জানিয়েছে, ওই নারী ৪৭ বছর বয়সী এক সঙ্গী হামলার সময় তার সঙ্গে ছিলেন। তিনি ওই নারীকে তীরে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে সফল হননি।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয়, ওই নারী কুমিরের হামলার সময় চিৎকার করছিলেন, ‘কুমির হামলা করেছে, কুমির আমাকে নিয়ে যাচ্ছে।’
প্রসঙ্গত ২০০৯ সালের পর ওই এলাকায় এবারই প্রথম কুমির মানুষের ওপর হামলা চালিয়েছে।
সূত্র : সিএনএন।