আন্তর্জাতিক ডেস্ক: ফালুজায় চুড়ান্ত হামলা শুরু করেছে ইরাকি সেনারা। এ কথা জানিয়েছে ইরাকের সেনাবাহিনী। ফালুজা ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁিট। এ শহরটি আইএস জঙ্গিরা ২০১৪ সালে দখল করে নেয়। গত সপ্তাহে ইরাকী সেনাবাহিনী ফালুজা আবার দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। শহরটিতে আনুমানিক ৫০ হাজার মানুষ আটকা পড়ে আছে। এখান থেকে মাত্র কয়েকশ পরিবার পালিয়ে আসতে পেরেছে। জাতিসংঘ জানিয়েছে, শহরের বাসিন্দরা না খেয়ে আছে। আর আইএ’র পক্ষে যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে জঙ্গিরা তাদের খুন করছে।
ইরাকী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনা ইউনিটগুলো বিভিন্ন দিক থেকে শহরে অভিযান শুরু করেছে। এর মধ্যে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাস বিরোধী ইউনিটও।
আইএস যোদ্ধারা আত্মঘাতি হামলা ও গাড়িবোমা হামলা চালিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। তা সত্বেও সেনাবাহিনী তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। বাগদাদ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ফালুজার চারপাশে এখন লড়াই চলছে। যেসব মিলিশিয়া গ্রুপ এ লড়াইয়ে অংশ নিচ্ছে, তাদের কমান্ডাররা বলছেন, একটা পর্যায়ে অভিযানে সাময়িক যতি টানা হবে, যাতে আটকেপড়া বেসামরিক নাগরিক শহর থেকে বের হয়ে যেতে পারে।
বিবিসি।