ফারুক : মন্ত্রিসভায় চারটি খসড়া আইন নীতিগত অনুমোদনসহ ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনগুলো হল- বাংলাদেশ পেটেন্ট আইন-২০১৬, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৬, বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬ এর খসড়া, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন খসড়া-২০১৬ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন- ২০১৬ এর খসড়া।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, আজকের বৈঠকে ১৩টি এজেন্ডা ছিল। তার মধ্যে পাঁচটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। তিনটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য নীতিগত অনুমোদন পাওয়া বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন-২০১৬ আজকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায়। এর আগে গত বছর ২৩ নভেম্বর এ আইনের খসড়াটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।