ডেস্ক রিপোর্ট: নাশকতার দুটি মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এ্যানি বর্তমানে কারাগারে রয়েছেন।
গত বছরের ১ ও ১৮ জানুয়ারি নগরীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে এ্যানির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুরিশ। এই মামলায় নিম্ন আদালত তার জামিন নামঞ্জুর করে। এরপর হাইকোর্টে জামিন চেয়ে তিনি আবেদন দেন। আবেদনের পক্ষে জয়নুল আবেদীন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার বলে জানান ডিএজি।