মুরাদ হাসান ও খন্দকার তারেক : সারাদেশে বজ্রপাতে ফের মৃত্যু হয়েছে ৫ জনের। সোমবার গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ: গাজীপুর- গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে তিন মৎস্য চাষী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের কৈদ্যার (কাপাইস) বিলে এ ঘটনা ঘটে।
বিকেল ৫টার দিকে নিহত মৎস্য চাষীদের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের কাপাইশ গ্রামের মৃত সতিশ দাসের ছেলে মুকুন্দ দাস (৫৬), প্রেমচরণ দাসের ছেলে সুদন দাস (৫২) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রসনা দাসের ছেলে নিরদ দাস (৩৫)।
জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, দুপুরে তাদের খামারে মাছের খাবার দিতে যায় তারা। কিন্তু ওই সময় বৃষ্টি হওয়ায় বিলের মধ্যে পাহারার জন্য তাদের তৈরি করা ছোট্ট একটি ঘরে তিনজনই আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তাদের তিনজনেরই মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বজ্রপাতে তিন মৎস্য চাষী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেঙ্গুরিয়াকান্দা গ্রামে মারফত আলী (৫২) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত মারফত আলী ঐ গ্রামের ইসব আলীর ছেলে। সোমবার মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে নব নির্বাচিত চেয়ারমানের বিজয় মিছিলের সময় বজ্রপাতে রবিউল ইসলাম(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার কাউলজানী গ্রামের বসির উদ্দিনের ছেলে। এ সময় অন্তত ৮ জন আহত হন।