অনির্বাণ বড়ুয়া : মানব মস্তিষ্ক সবসময় নতুন নতুন তথ্যের জন্য ক্ষুধার্ত থাকে। সেই ক্ষুধা মেটাতে তাকে প্রতিদিন জানতে হয় নতুন নতুন তথ্য। তেমনই কিছু অজানা তথ্য জেনে নিন।
আয়নার রঙ সবুজ। সাধারণত আমরা আয়নার কনও বর্ণ খুজেঁ পাই না। তবে একটি আয়নার টানেলের মধ্যে তাকালে আয়নাকে কিছুটা সবুজ দেখায়।
অ্যাপলোর নভোচারীদের পোশাক বানিয়েছে আন্ডারওয়্যার কোম্পানি প্লেটেক্স। কোম্পানিটি বাচ্চাদের পোশাক ও আনডারয়্যার তৈরির জন্য বিখ্যাত।
এক পুকুরের সমান মধু সংগ্রহ করার জন্য মৌমাছিকে ২০ লাখ ফুল থেকে মধু সংগ্রহ করতে হবে। এরজন্য তাদের উড়তে হবে ৫০ হাজার মাইল।
যুক্তরাজ্যে মুরগি খেয়ে পেট খারাপ হয় না। কারণ তারা মুরগীকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ারোধী টিকা দিয়ে থাকে।
মানুষের জন্মের স্মৃতি মনে থাকে না; কারণ তখনও মানুষের মস্তিষ্কের দীর্ঘমেয়াদী স্মৃতির যায়গা তৈরি হয় না।
চোখের কোনার গোলাপী রঙের অংশটি আমাদের বিবর্তনের সাক্ষি। এটা প্রমাণ করে যে একসময় আমাদেরও পাখি ও অন্যান্য সরীসৃপের মতো চোখের পাতার নিচে একটি আবরণ ছিলো।
প্লাটিপাস একই সঙ্গে ডিম ও দুধ দেয়। প্লাটিপাস দেখতে কিছুটা হাঁসের মতো।
ইলেক্ট্রিক গাড়ি নতুন কোনও ধারণা নয়। ১৯০০ সাল সব গাড়িই ইলেক্ট্রিক ছিলো।
ব্যাচেলর মানুষের বোতাম সেলাইয়ের কথা চিন্তা করে টি শার্ট তৈরি হয়। যাতে বোতাম ছেঁড়া ও লাগানোর ঝামেলা না থাকে।
ছোট প্রাণিরা আমাদের সেøা-মোশনে দেখে।