স্টাফ রিপোর্টার :: চতুর্থবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হলেন সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেটের ওসমানীনগর প্রতিনিধি শিপন আহমদ এর পিতা মনির উদ্দিন। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবীণ এ প্রার্থী ৫নং গোয়ালাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ঘুড়ি প্রতিকে ৭৭৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুমিন মামুন তালা প্রতিকে পেয়েছেন ৪৭৬টি ভোট।
জয়ের ব্যাপারে মনির উদ্দিন ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষজন আমাকে ভাল পেয়ে তাদের অন্তরে স্থান দিয়েছে। এলাকার মানুষের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে আমি আজীবন কাজ করে যাব। এর জন্য আমি সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।