মুরাদ হাসান ও খন্দকার তারেক : সারাদেশে বজ্রপাতে ফের মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল ও ঝিনাইদহে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো সংবাদ: গাজীপুর- গাজীপুরের কালীগঞ্জ ও শ্রীপুরে বজ্রপাতে তিন মৎস্য চাষীসহ ৪ জন নিহত হয়েছেন।
সোমবার দুপুর ও বিকালে কালীগঞ্জের কাপাইস ও বিকালে শ্রীপুরের মাধবখোলা গ্রামে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের মৃত সতিশ দাসের ছেলে মুকুন্দ দাস (৫৬), প্রেমচরণ দাসের ছেলে সুদন দাস (৫২), মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রসনা দাসের ছেলে নিরদ দাস (৩৫) ও শ্রীপুর উপজলোর বরৈাগীরচালা এলাকার মৃত জহুর আলীর ছেলে ইন্নছ আলী (৫৬)।
জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, দুপুরে খামারে মাছের খাবার দিতে যান তিন মাছ চাষী মুকন্দ দাস, সুদন দাস ও নিরদ দাস। বৃষ্টি শুরু হলে বিলের মধ্যে একটি ছোট্ট ঘরে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাতে তিনজনেরই মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বজ্রপাতে তিন মৎস্য চাষী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকায় ইন্নছ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকাল ৩ টার দিকে মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে পৃথক ঘটনায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার নসতি গ্রামের অরবিন্দ হালদারের ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র প্রশান্ত হালদার (১২) এবং নলপাতুয়া গ্রামের সিদ্দিকুর রহমানের রায়না বেগম (৪০)।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার আবু দাউদ জানান, সন্ধ্যায় দিকে বাড়ির পাশে খেলা করছিল প্রশান্ত হালদার। বজ্রপাতের হলে তার মৃত্যু হয়। অন্য দিকে প্রায় একই সময়ে উঠানে কাজ করার সময় বজ্রপাতে রায়না বেগম নিহত হয়।
ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেঙ্গুরিয়াকান্দা গ্রামে মারফত আলী (৫২) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত মারফত আলী ঐ গ্রামের ইসব আলীর ছেলে। সোমবার মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে নব নির্বাচিত চেয়ারমানের বিজয় মিছিলের সময় বজ্রপাতে রবিউল ইসলাম(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার কাউলজানী গ্রামের বসির উদ্দিনের ছেলে। এ সময় অন্তত ৮ জন আহত হন।