ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানের মামলায় আবদুল্লাহ আল আমিন নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে একটি আদালত।
দ-প্রাপ্ত আবদুল্লাহ আল আমিন জেলার রাউজান উপজেলার বিনাজুরির কবির আহমদের ছেলে।
৩০ মে সোমবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল দায়রা আদালতের জজ মো. শাহে নূর এ রায় দেন। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। আবদুল্লাহ আল আমিন জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছে বলেও জানান তিনি।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ঐ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আবদুল্লাহ আল আমীনের শরীর তল্লাশি করে ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় আবদুল্লাহ আল আমিনের পাসপোর্ট জব্দ করে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইমাম হোসেন বাদী হয়ে আবদুল্লাহ আল আমিনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি মামলা করেন।