মমিনুল ইসলাম: পশ্চিমবঙ্গের কলকাতায় চলন্ত গাড়িতে এক যুবতীকে রাতভর গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করা হয়, ওই নারীকে অপহরণ করে একটি গাড়িতে তোলা হয়। পরে গাড়ি চলমান অবস্থায়ই চারজন মিলে তাকে গণধর্ষণ করে। রোববার রাতে কলকাতার উপকণ্ঠের সলট লেকে এ ঘঠনা ঘটে।
ভুক্তভোগী নারীর বয়স ২০। সে পুলিশকে জানায়, সে সল্ট লেকের সেক্টর পাঁচে কিছু খাওয়ার জন্য আসছিল। এখানে কয়েকটি আইটি অফিস আছে। তখন বাজে প্রায় রাত সাড়ে ১১টা।
এসময় এক ব্যক্তিকে গন্তব্য দেখিয়ে দিতে বলে সে। এর কিছুক্ষণ পরেই একটি গাড়ি তার সমানে এসে থামে। চারজন তাকে টেনে গাড়ির ভেতরে উঠায়। এর পর তারা সল্ট লেকের চারদিকে গাড়ি চালাতে থাকে এবং ভোর হওয়ার আগ পর্যন্ত তাকে ধর্ষণ করতে থাকে। পরে ভুক্তভোগীকে একটি বাস স্টপিজে ছুঁড়ে ফেলে যায় তারা।
পরে এক ট্যাক্সি ড্রাইভার এর সহায়তায় স্থানীয় পুলিশ স্টেশনে যায় ওই নারী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। তারা গাড়িটিকে ও জড়িতদের শনাক্ত করতে অনেকদূর এগিয়েছে। পুলিশ জানায়, তারা আশা করছে শিগগিরই অপরাধীদের আটক করা হবে।
ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। – এনডিটিভি।