অনির্বাণ বড়ুয়া : কিছুদিনের মধ্যে হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ওবামা পরিবারকে। সাত বছরে মালিয়া ও শাশা শিশু থেকে কিশোরে উত্তীর্ণ হয়েছেন হোয়াইট হাউসেই। এই দুই ‘প্রেসিডেন্ট ডটারের’ বিষয়ে জানার আগ্রহ আছে সবার। আসুন জেনে নিই দুই ওবামা কন্যার কিছু অজানা তথ্য-
১. ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় মালিয়া ও শাশার বয়স ছিলো যথাক্রমে ১১ বছর ও ৮ বছর। নিতান্তই শিশু বয়সে তারা দুজনেই হোয়াইট হাউসে প্রবেশ করেন।
২. যে স্কুলে তারা পড়ছেন সেখানেই পড়েছিলো বিল ক্লিন্টন, রিচার্ড নিক্সন ও থিওডর রুজভেল্টের সন্তানরা। এক কথায় ‘স্কুল অব প্রেসিডেন্ট চাইল্ডস’।
৩. প্রেসিডেন্ট জন এফ কেনেডির সন্তানের পর শাশাই সর্বকনিষ্ঠ হোয়াইট হাউসের বাসিন্দা। ১৯৬১ সালে কেনেডি জুনিয়র নবজাতক হিসেবে হোয়াইট হাউসে ছিলেন।
৪. ২০১৪ সালে মালিয়া ও শাশার নাম টাইমস ম্যাগাজিনের প্রভাবশালী কিশোরের তালিকায় উঠে আসে।
৫. মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’ মালিকায়ে রেডিয়েন্স ও শাশাকে রোজবাড কোড নাম দেয়।
৬. নির্বাচন জয়ের পর মেয়েদের একটি পর্তুগিজ ‘ওয়াটার ডগ’ উপহার দেন ওবামা। মালিয়া ও শাশা কুকুরটির নাম রাখেন ‘বো’।
৭. ২০১৭ সালে ওবামা পরিবার হোয়াইট হাউজ ছেড়ে দিলেও ওয়াশিংটন ছাড়তে পারছেন না। শাশার হাইস্কুল শেষ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনেই থাকতে হবে তাদের।
৮. মালিয়ার ইচ্ছা সে চলচ্চিত্র নির্মাতা হবে। তাই পুরো গ্রীষ্ম সে প্রভাবশালী টেলিভিশন চ্যানেল এইচবিওর ‘গার্লস’ সিরিয়ালের নির্মাণে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন।
৯. আগামী বছর মালিয়া বাবা-মা’র পদাঙ্ক অনুসরণ করে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন।
১০. মেয়েদের বিরুদ্ধে ওবামার অভিযোগ, ‘ আমার ব্যাপারে ওদের কোন আগ্রহ নেই’।