সিলেটের সকাল ডেস্ক :
গত বছর হজের সময় মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক (সৌদি সরকারের দাবী) হজযাত্রীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এ বছর ইরান হজ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।
যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই ইরানি। এই নিহতদের সংখ্যা নিয়েও ইরান দাবি করে যে, নিহতদের সংখ্যা অন্তত দুই হাজার হবে, যা গোপন করছে সৌদি সরকার।
এই সিদ্ধান্তের জন্য পুরোপুরি সৌদি আরবকে দায়ী করেছে শিয়া মুসলিমপ্রধান মধ্যপ্রাচ্যের এই দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত দেশটির হজ ও তীর্থযাত্রা সংস্থার এক বিবৃতি উদ্ধৃত করে রবিবার রয়টার্স এই খবর জানিয়েছে।
ওই বিবৃতিতে জানানো হয়, ‘সৌদি সরকারের চলমান নাশকতার কারণে আমরা ঘোষণা করছি যে, ইরানের হজযাত্রীরা এবছর হজে যাবে না। এর জন্য সৌদি আরব সরকার দায়ী।’
ইরানের সংস্কৃতিবিষয়কমন্ত্রী আলি জান্নাতি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘গত বছর সৌদি সরকারের হজ ব্যবস্থাপনা এবং ইরান ও অন্যান্য দেশের নিহত হজযাত্রীদের যন্ত্রণার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান হজ পালনে প্রতিবছরই সারা বিশ্ব থেকে ২৫ লাখ মুসলিম সমবেত হন পবিত্র মক্কা নগরীতে। এদিকে গত বছর হজে পদদলনের ঘটনা আট মাস পার হয়ে গেলেও তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করেনি আরব সরকার।