বিশ্বজিৎ দত্ত : বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র আড়াল করতে বিএনপিকে মোসাদ কানেকশানে জড়াতে চাচ্ছে আওয়ামী লীগ। গতকাল টেলিফোনে এ কথা বলেন, মোসাদের কথিত বাংলাদেশি এজেন্ট শিপন বসু। তিনি বলেন, আমি সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মেন্দি এন সাফাদির সঙ্গে কথা বলেছি। কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য নয়। বিএনপির সময়েও সংখ্যালঘু নির্যাতন হয়েছে। বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে। যে জামায়াত মুসলিম ব্রাদার হুডের সমর্থক। আমি যেহেতু এই সরকারের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলছি তখন বিএনপিও আমার সঙ্গে এই বিষয়ে কথা বলছে। আসলাম চৌধুরীর সঙ্গেও আমার পরিচয় এইভাবেই। এই বিষয়ে বিএনপি যতক্ষণ কথা বলবে ততক্ষণ আমি তাদের সঙ্গে থাকব। আসলাম চৌধুরীর ওপর নির্যাতন চালালে সরকার অনেক ভুল করবে। তিনি বলেন, সাফাদিকে এই বিষয়ে বেছে নেওয়ার অর্থ ইসরায়েলি লবিং। ইসরায়েলিরা সারাবিশ্বের ওপর লেভেলে তাদের বক্তব্য দিতে পারে। এটা অন্য কোনো দেশ পারে না। এটা আওয়ামী লীগও জানে, বিএনপিও জানে। তাই কূটনৈতিকভাবে দেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সরকারকে চাপ দিতেই ইসরায়েলকে কাজে লাগিয়েছি। তিনি বলেন, ইতোমধ্যে মার্কিন কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের কেবিনেটেও এ বিষয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টেও বিষয়টি এসেছে। ভারতের পার্লামেন্টেও বিষয়টি আসবে। সরকার প্রত্যেকবার বিদেশি কূটনীতিকদের বোঝাচ্ছেন দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। কিন্তু সরকার বুঝছে না। বর্তমান দুনিয়ায় নিজেরা চোখ বন্ধ করে থাকলেই যে অন্যরা দেখবে না এমনটা নয়। এভাবে টিকা যায় না। সম্পাদনা : সুমন ইসলাম