সারীফা রিমু: উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইল সদর,ঘাটাইল ও কালিহাতি উপজেলার ২৬টি ইউনিয়নে ষষ্ঠ দফার নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। দিনরাত সমর্থকদের নিয়ে ভোটারদের মন জয় করতে ইউনিয়নের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
তবে ভোটাররা বলছেন, দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। আর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় ৪ জুন টাঙ্গাইলের ৩টি উপজেলার ২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটারদের মন জয় করতে মিটিং, মিছিল, উঠান বৈঠকসহ বিভিন্ন ধরণের গণসংযোগ আর নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা।
কেউ পূর্ব অভিজ্ঞতার দোহাই দিচ্ছেন আবার কেউ নতুন করে ইউনিয়নকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা বলছেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে এমন লোককেই নির্বাচিত করতে চান তারা।
পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সব প্রার্থী নিজেকে যোগ্য বলে দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদী।
অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।
টাঙ্গাইল সদর, কালিহাতি ও ঘাটাইল উপজেলার ২৬টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ১’শ ৭ জন, সংরক্ষিত মহিলা ২’শ ৫৬ জন এবং সাধারণ সদস্য পদে ৮’শ ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র: সময় টিভি