এম রবিউল্লাহ: দুই বছর আগে মালয়েশিয়ার সাত জন সদস্যকে গ্রেফতার করেছিল বাংলাদেশ নৌ বাহিনী। তাদের মুক্তি দিতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছে গ্রেফতারকৃতদের পরিবার। পরিবারের বরাত দিয়ে মালয়েশিয়ার গণমাধ্যম ‘মাক্কাল ওসাই’ একটি সংবাদ প্রচার করেছে।
পারতুবুহান মিন্ডা ড্যান সোসিয়াল প্রিহাতিন মালয়েশিয়া (মিন্ডার) প্রেসিডেন্ট রমেশ রাও তাদের মুক্ত করা আবেদন গ্রহণ করেছেন। কুয়ালালামপুর থেকে ঢাকায় স্বর্ণ চোরাচালানোর অভিযোগে তাদের দুই বছর আগে গ্রেফতার করা হয়েছিল।
পরিবারের সদস্যরা জানান ২০১৪ সালের পরে তাদের আর কোনো খবর পাওয়া যায় নি। এই ৭জন সদস্যকে চোরাচালানের জন্য দুই বছরের সাজা দেওয়া হয়েছিল। এরপর আর কোনো খবর দেওয়া হয়নি বলে রমেশ জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের পরিবার ও রমেশ মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে বাংলাদেশ সরকারকে ৮ জনের বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নিতে বলেছেন। দ্য স্টার মালয়েশিয়া।