অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : বোধহয় সারা ভারতে এই প্রথম এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী ইডিকে টাকা ফিরৎ দেবার জন্য সাহারা ইন্ডিয়া গ্রুপ একসঙ্গে ১৪ টি রাজ্যের মধ্যে নিজেদের ৪৭০০ একর জমি বিক্রি করতে চলেছে। এই জমি বিক্রি করা হচ্ছে এইচডিফোসি রিয়্যালিটি এবং এসবি আই ক্যাপিটাল মার্কেটের তরফ থেকে। আশা করা হচ্ছে এই বিক্রিতে সাহার ৬৫০০ কোটি টাকা পেয়ে যাবে।
সাহারা ইন্ডিয়া পরিবারের কাছে এই সময় ৩৩,৬৩৩ এক জমি আছে। এরমধ্যে লোনাবলা এলাকাতে অ্যাম্বে ভ্যালিও আছে। এখানে আছে ১০,৬০০ একর জমি। এছাড়াও ১০০০ একর জমি আছে লখনউতে। লখনউতে সাহারা ইন্ডিয়ার হেড অফিস। এরআগে সাহারাশ্রী সুব্রত রায়কে ৪ সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছিল আদালত সঙ্গে তাঁর নির্দেশক অশোক রায় চৌধুরিকেও মুক্তি দেওয়া হয়েছিল ৪ সপ্তাহের জন্য। সেবি মামলা করার পর ২০১৪ সাল থেকে তিহাড় জেলে বন্দি ছিলেন ২ জনেই। কোর্টের তরফ থেকে বলা হয়েছিল সাহার ব্যাঙ্ক গ্যারান্টির জন্য ৫০০০ কোটি টাকা দিয়ে দিতে পারে। সঙ্গে আরও ৫০০০ কোটি টাকা দিয়ে সুব্রত রায়কে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন।
সেবি সুপ্রিমকোর্টের নির্দেশের পর এইচডিএফসি রিয়্যালিটি এবং এসবি আই ক্যাপিটালকে সাহারার ৬০ শতাংশ সম্পত্তি নিলাম করার অনুমতি দিয়েছে। নিলামকর্তাদের আশা এই সম্পত্তি বিক্রি করে ৬৫ হাজার কোটি টাকার বেশি তুলে নিতে পারবে।