স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ যখন তার তৃতীয় ওভার বল করতে আসেন, তখনও বিরাট কোহলিদের জয়ের ভালো সম্ভাবনাই ছিল। ইনিংসের ১৭ তম ওভারে তার একটি উইকেট এবং মাত্র ১০ রান দেয়ায় ম্যাচটি ঘুরে যায় হায়দরাবাদের অনুকূলে। পরে কেবল ছিল নিয়ম রক্ষার পালা আর জয় সুনিশ্চিত করা।
মুস্তাফিজ তার চতুর্থ ওভারেও ম্যাচটি হায়দরাবাদের জয়ের মুঠোয় নিয়ে আসেন। তখনই হায়দরাবাদের জয় নিশ্চিত হয়ে গেছে। তিনি মাত্র ১টি উইকেট পেয়েছেন। কিন্তু যে ধারায় তিনি খেলেছেন, তাতে তিনিই ম্যাচের নায়ক।