ডেস্ক রিপোর্ট : রিজার্ভ ডে-তে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রবিবার সকালে কলাবাগান ক্রিকেট একাডেমিকে আট উইকেটে হারিয়েছে শুভাগত-সাব্বিরদের দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গতকাল বৃষ্টির কারণে কমিয়ে ২১ ওভারে আনা হয়। টস হেরে ব্যাট করতে নেমে ২১ ওভারে সব উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে কলাবাগান ক্রিকেট একাডেমি।
দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। আর প্রাইম ব্যাংকের পক্ষে মোহাম্মদ আজিম ৩টি, মনির হোসেন ৩টি ও শিহান জয়াসুরিয়া ১টি করে উইকেট নেন। কলাবাগানের ইনিংস শেষ হওয়ার পর গতকাল আর কোনও খেলা অনুষ্ঠিত হয়নি।
রবিবার সকালে ৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১০.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জিতে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সাব্বির রহমান ২৯ বল খেলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মেহেদী মারুফ ৫, শেহনাজ আহমেদ ২২ ও নুরুল হাসান ১৫* রান করেন।
নবম রাউন্ড শেষে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকায় এখন পাঁচ নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক। আর এক জয় নিয়ে সবার নীচে অবস্থান করছে কলাবাগান ক্রিকেট একাডেমি। ঢাকাটাইমস