অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : বৃষ্টির ভ্রুকুটিকে সরিয়ে আইপিএল ফাইনাল ঠিক ঠাক ভাবেই শেষ হল। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চোখ ছিল আজ বেঙ্গালুরুতে। এখনকার দিনের সবথেকে গ্ল্যামারাস শোয়ের শেষ হল দুর্দান্ত ভাবে। এদিন ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দারুন শুরু করেন ওয়ার্নার এবং ধাওয়ান। ৬.৪ ওভারে ৬৩ রান হয়ে যাবার পর আউট হন শিখর ধাওয়ান ব্যক্তিগত ২৮ রান করে। ৬৯ রান করেন অধিনায়ক নিজে। ২৩ বলে ৩৮ রান করেন যুবরাজ সিং এবং কাটিং করেন ১৫ বলে ঝোড়ো ৩৯ রান। এই সুবাদে হায়দ্রাবাদ পৌঁছায় ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান। বেঙ্গালুরুর হয়ে ৩ টি উইকেট নেন ক্রিস জর্ডন। শ্রীনাথ অরবিন্দ করেন ২ টি উইকেট। একটি উইকেট নেন চাহাল।
ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন ক্রিস গেল। তিনি ৩৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ইনিংসে ছিল ৮ টি ছয় এবং ৪ টি চার। একটি ধিরে শুরু করেও ৩৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে যান বিরাট। তবে এই আইপিএলে একটা যায়গায় ব্যর্থ হলেন কোহলি। ১০০০ রান তিনি পূর্ণ করতে পারলেন না। যেমন পারলেন না আইপিএল জিততে। এদিন এবিডি সম্পূর্ণ ফ্লপ। ওপেনিং জুটির খেলা দেখে মনে হচ্ছিল ম্যাচটি আরসিবি হাসতে হাসতে জিতে নেবে। কিন্তু গেল বিরাটের জুটি ভাঙার পরই আর কেউ দাঁড়াতে পারলেন না। বেঙ্গালুরুর ইনিংস শেষ হয় ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০০। ৮ রানে জিতে আইপিএল ট্রফি নিয়ে গেলেন হায়দ্রাবাদীরা।