ডেস্ক রিপোর্ট : ফেরদৌস-পূর্ণিমা ও নোবেল-অপি করিম। আলাদা করে প্রত্যেকেই জনপ্রিয় নিজ নিজ জায়গায়। তবে এই চার তারকা এবার দুই জুটি হয়ে আসছেন জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে। তারা একটি নাচে অংশ নিবেন বলে জানা গেছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে ঈদের বিশেষ ইত্যাদি’র নির্মাণ কাজ। হানিফ সংকেতের গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের পর্বে আকর্ষণ হিসেবে থাকছে এ দুই জুটির নাচ। তারা একটি গানের সঙ্গে পারর্ফম করবেন। তাদের সঙ্গে থাকবে একঝাঁক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফিতে থাকছেন ওয়াসেক মুত্তাকিনুর রহমান।
সম্প্রতি রাজধানীতে দুই জুটির অংশগ্রহণে বিশেষ নাচের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাদের।