আবারও ফেসবুক পেজে চার ব্লগারের ছবি প্রকাশ করে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। তারা হচ্ছেন আসিফ মহিউদ্দিন, সানিউর রহমান, শাম্মি হক ও অনন্য আজাদ। তারা সবাই এখন প্রবাসী। জঙ্গি হামলার ভয়ে এসব ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট অনেক আগেই দেশ ছেড়েছেন।
আনসার আল ইসলামের ফেসবুক পেজ ‘সালাউদ্দিনের ঘোড়া’-তে বলা হয়, ‘এবারের টার্গেট এই কাফেররা। প্রবাসের মাটিতেই তোদের জবাই করা হবে। ইনশাআল্লাহ।’
ওই ফেসবুক পেজে আরও বলা হয়,‘শেকড় খুঁজে কোনও লাভ হবে না। পরবর্তী টার্গেটও ব্যর্থহীনভাবে হিট করবে ইনশাআল্লাহ। কোনও প্রাইভেট গানম্যান, ২০-২৫ স্তরের পুলিশি নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা কোনও কিছুই আল্লাহর রাস্তার মুজাহিদিনদের রুখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামবিরোধী কাজ থেকে ইস্তফা দেওয়াই হবে নাস্তিক-মুরতাদদের একমাত্র রক্ষাকবজ।’
এতে বলা হয়, ‘সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ যারা আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা.) আল্লাহ এবং আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করবে,গালি-গালাজ করবে,কটূক্তি করবে তারা সবাই আমাদের টার্গেট। ইনশাআল্লাহ আমরা তাদের হত্যা করবো।’
এ বিষয়ে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন,বিষয়টি সম্পর্কে তারা পুরোপুরি অবহিত নন। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বাংলা ট্রিবিউন
ফেসবুক পেজের লিঙ্ক:
https://web.facebook.com/907704032690575/photos/a.907706949356950.1073741828.907704032690575/909527015841610/?type=3&theater