নিজস্ব প্রতিবেদক : মুস্তাফিজুর রহমান আইপিএল প্রথম সারির আসরকে করেছেন বাজিমাত। এর পরেও নিজেকে অনেক ছোট বলেই মনে করছেন এই কাটার রাজা। মুস্তাফিজ বলেছেন, ‘আমি এখনো ছোট, আমি এখনো শিখতে চাই।’
ভারত থেকে সোমবার রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তাফিজুর রহমান। দেশসেরা এ পেসারকে প্রধানমন্ত্রীর তরফ থেকে সংবর্ধনা জানাতে আসেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
আইপিএলের প্রথম আসরের খেলা শেষে দেশে ফিরে তিনি আরো বলেছেন, ‘সামনে এরকম সুযোগ আসলে আরো কিছু শেখার চেষ্টা করব। নতুন কিছু করে দেখানোর চেষ্টা করব।’
এদিকে, আইপিএলে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মুস্তাফিজ।