ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে পরোক্ষভাবে হাত থাকলেও কখনোই সরাসরি নির্বাচক প্যানেলে ছিলেন না কোন কোচ। তবে এবার প্রথমবারের মত সরাসরি নির্বাচকের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে তাকে ঘরোয়া ক্রিকেটে সম্পৃক্ত করার জন্যই নির্বাচক প্যানেলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।
সোমবার ওয়ার্কিং কমিটির সাথে সভা শেষে বিসিবি কার্যালয়ে পাপন বলেন, ‘আমি চাচ্ছি কোচও খেলা দেখুক। আমি চাচ্ছি কোচের যখন সময় থাকে, তখন সে বসে না থেকে খেলা দেখুক। আমি চাই ঘরোয়া সব খেলাগুলো কেউ না কেউ দেখুক। নতুন উদীয়মান যে খেলোয়াড় আছে তাদের কথা যেন সবাই জানে। হঠাৎ একটা নাম আসলো, তাকে কোচ চেনেই না বা জানেই না- এমন যেন না হয়।’
আন্তর্জাতিক সিরিজ থাকলেই বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকেন হাথুরুসিংহে। ঘরোয়া ক্রিকেটে তাকে নজর দিতে দেখা যায়নি কখনও। বিশ্বকাপের পর থেকে ছুটিতেই আছেন এ কোচ। নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হলে নিজ দায়িত্বেই বাংলাদেশে থেকে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখার ব্যাপারটি হাতুরুসিংহের জন্য বাধ্যতামূলক করতেই নির্বাচক প্যানেলে তাকে যোগ করা হচ্ছে বলে জানান বিসিবি প্রধান।
গত বিপিএলের সময়ও ছুটিতে ছিলেন হাতুরুসিংহে। ছুটিতে আছেন এবারের প্রিমিয়ার লিগেও। এমন হলে তিনি কিভাবে ঘরোয়া লিগের ম্যাচ দেখবেন? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘তিনি সিলেকশনের সঙ্গে সম্পৃক্ত না থাকলে কি করে বলবেন। এটা যেন না করতে পারে সে জন্যই তাকে অন্তর্ভুক্ত করা। তবে অবশ্য সব খেলা যে দেখবে তা না।’
টি-টোয়েন্ট বিশ্বকাপের পর থেকেই ছুটিতে আছেন হাথুরুসিংহে। দুই মাস ছুটি কাটানোর পর এখনও বাংলাদেশে আসেননি তিনি। এরআগে ওয়ানডে বিশ্বকাপ শেষেও কয়েক মাস ছিলেন ছুটিতে। এ কারণে বাংলাদেশের ক্রিকেটে তার সম্পৃক্ততার পরিমান বাড়ানোর পরিকল্পনা জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।
বিসিবি সভাপতি বলছেন, ‘তার সাথে আমাদের একটা চুক্তি আছে। এটা দিনের হিসাবে। ওই অনুযায়ী তার আর্থিক জিনিসটাও জড়িত আছে। এটা আইন; কিন্তু এর বাইরেও যে কিছু হয় না, তা নয়। তবে এর জন্য সে সুবিধা নিচ্ছে বা যা দেয়ার তা দিচ্ছে না- এমন কিছু ঘটেনি। যখনই আমরা মনে করেছি তাকে আমাদের দরকার তখন পেয়েছি এবং সামনেও পাবো।’ জাগোনিউজ