আরিফুর রহমান : বাংলাদেশে আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইল সিম পুনঃনিবন্ধনের আজই শেষ দিন। দুদিন আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন এই সময়সীমা আর বাড়ানো হবে না এবং ৩১ মে পার হলে অনিবন্ধত সকল সিম বন্ধ করে দেয়া হবে। সিম নিবন্ধনের প্রসঙ্গটি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত এ প্রসঙ্গে করা একটি রিট খারিজ করে দিয়েছে। কিন্তু এখনও বহু মানুষ সিম নিবন্ধন করেননি। সিম নিবন্ধন করেননি এমন একজন আদালতে রিটকারী আইনজীবী জ্যোর্তিময় বড়–য়া।
কেন আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করাবেন না এমন প্রশ্নের জবাবে জ্যোর্তিময় বড়–য়া বলেন, সিম নিবন্ধনের বিরুদ্ধে হাইকোর্ট একটি রিট করেছিলাম। যে রিটটি একটি নির্দেশনা দিয়ে হাইকোর্ট মামলাটি নিষ্পত্তি করে দেয়। আমরা অপেক্ষা করছিলাম পূর্ণাঙ্গ রায় পেলে এ্যাপিলেড ডিভিশনে আপিল করব। আমাদের হাতে এখনও পূর্ণাঙ্গ রায়টি আসেনি। কিন্তু আমরা ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল ফাইল করেছি। আমরা সেটার শুনানি হবে বলে আশা করছি। আমরা এখনও আশা করছি আইনগতভাবে সিম নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করতে পারব।
সরকার যেটি বলছে অনিবন্ধীত সিম আগামী কাল থেকে বন্ধ হয়ে যাবে তার মানে আপনি মোবাইল ব্যবহার করবেন না এর উত্তরে জ্যোর্তিময় বড়–য়া বলেন, বাধ্যতামুলকভাবে যদি সিম বন্ধ হয়ে যায় তাহলে মোবাইল ব্যবহার করব না। আমারমত অনেকেই হয়তো এরকম অবস্থার মধ্যে পড়বেন। কিন্তু আমরা যে আপিলটা করেছি সেখানে আমরা নির্দেশনা চেয়েছি এই আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন কারো ফোনের সার্ভিস বন্ধ না করা হয়।
সরকার চাইলে বন্ধ করে দিতে পারে কিনা জানতে চাইলে জ্যোর্তিময় বড়–য়া বলেন, আমরা শুরু থেকেই বিতর্কটা করার চেষ্টা করছি সেটা হল সরকার আমাদের বাধ্য করল সবাইকে সিম নিবন্ধন করতে হবে, বায়োমেট্রিক তথ্য দিতে হবে এটার কোন আইন এই দেশে নাই। সরকার বলছে ৩১ মে’ র মধ্যে নিবন্ধন না হলে সব সিম বন্ধ করে দেবে এটার কোন আইন নেই।
আঙ্গুলের ছাপ বিভিন্ন সময়ে এর আগে দেয়া হয়েছে কিন্তু সিম নিবন্ধনের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ দিতে আপাত্তি কোথায় সে সম্পর্কে জ্যোর্তিময় বড়–য়া বলেন, অনেকে অনেক যুক্তি দেয়ার চেষ্টা করছেন। যেমন বিদেশে যখন যাই তখন আঙ্গুলের ছাপ দেওয়া হয়। তারা যখন আঙ্গুলের ছাপ নিচ্ছে সেটা তাদের দেশের আইন অনুযায়ী প্রটেক্টটেড। এখন এনআইডির যে কথা বলা হচ্ছে সেটা দেয়া হয়েছে সরকারি অথরিটির কাছে। সিমের বিষয়ে দেখলে দেখা যায় ২.৯৮ শতাংশ সিম রেগুলেট করে বিটিআরসি। অন্যান্য ফরেন কোম্পানি ৯৭.০২ শতাংশ সিম রেগুলেট করে। আমি কেন বিদেশি কোম্পানির কাছে আমার তথ্যগুলো দিতে যাব।
বিবিসি বাংলা থেকে নেয়া.